বুধবার, ১১ আগস্ট, ২০১০

“দ্রোহ” এর দ্বিতীয় সংখ্যা প্রকাশিত

"যুগে যুগে বিনাশী যে স্রোত বয়েছে এই মানচিত্রে
আমরা জেগেছি, আমরা জেগে আছি-এখনও দ্রোহে"


এই মূলমন্ত্রে দীক্ষিত "দ্রোহ" চট্টগ্রাম থেকে প্রকাশিত লিটল ম্যাগাজিন শ্রদ্ধেয় ড. হুমায়ুর আজাদ'কে উৎসর্গ করে১১ আগষ্ট বুধবার ২০১০ খ্রি:, ২৭ শ্রাবণ ১৪১৭ সাল, ২৯শাবান ১৪৩১ হিজরি দ্বিতীয় সংখ্যা প্রকাশ করেছে ।


দ্বিতীয় সংখ্যার লিংক>http://www.droho.net/


::দ্বিতীয় সংখ্যার বিষয় বিন্যাস::


১.ব্ল্যাকবোর্ড

• পাখি হতে হতে মানুষ হয়ে বাঁচি>ফয়সল অভি


২.স্মৃতি সারণী

• ইতিহাসের কালো অধ্যায়>সানাউল্লাহ

• একাত্তরে নারীর বিরুদ্ধে অপরাধ>একরামুল হক শামীম

• কালীপদ সাহা: বিহারিদের পৈশাচিক নির্যাতনের জীবন্ত সাক্ষী>এম. রহমান

• বদলে যাওয়া মানুষ ও একটি গুলমোহর >রামানুজ পুরোহিত


৩.স্মরণ:

• বিনয় মজুমদার-পুরোপুরি বিনয় অবতার কেনো>হেনরী স্বপন

• কথাশিল্পী মানিক বন্দ্যোপাধ্যায়>দীপক ভৌমিক

• জহির রায়হান : জীবন,শিল্প ও মুক্তির যুদ্ধে>ইমতিয়ার শামীম

• শহীদুল জহির-এর কবিসত্তা : অপ্রকাশিত কবিতা-প্রসঙ্গ>অনুপম হাসান

• পতনের জন্য, প্রার্থনার জন্যে>সৈকত দে


৪.গদ্য:

• হাংরি জেনারেশনের কবিতা চর্চা : মানবতাপাঠ ও ব্যক্তির পুনরভ্যুত্থান>মোস্তাফিজ কারিগর

• কবি নয়-শেষাবধি কবিতাই মুখ্য>তুহিন দাস

• রাখাইন কবি ও কবিতা>কালাম আজাদ

• অন্ধকার ও সাম্প্রদায়িকতার পঙ্কে বেড়ে ওঠা জীবন>দুরন্ত স্বপ্নচারী


৫.সমকাল:

• জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক বিপর্যয় ও পরিবেশ নিয়ে আমাদের উদ্বেগ-উৎকণ্ঠা>মনিরুল মনির
• হিজড়া,প্রকৃতির বিচিত্র খেয়ালের এক দুর্ভাগা শিকার!>রণদীপম বসু


৬.রাজ-দরবার:

• লেখকের নিরাপত্তার প্রশ্ন>আবদুল হক

• জিয়া জানতেন, কতখানি জানতেন>অমি রহমান পিয়াল

• আমাদের কম্যুনিস্ট পার্টিগুলো,বিপ্লবের পথে প্রধান অন্তরায়>তৎসম বাঙালি অরণ্য

• ভুমির মালিকানা, স্বাধীন গারো রাজ্য এবং আধিপত্যবাদের কাছে গারোদের আদিম সাম্যবাদী সমাজের পতন>কুঙ্গ থাঙ

• ভারতের মাওবাদী বিদ্রোহ-গণতন্ত্রের গৌরবে গ্লানি>উত্তম কুমার দেব

• ব্রুনো 'র সমকালীন আরো যাদের ইনকুইজিশনের বিচারে হত্যা করা হয়েছিল>নরুজ্জামান মানিক

• ডিরোজিও: প্রথাবিরোধী এক অনন্য দ্রোহী>ইমন জুবায়ের


৭.বই:

• বাংলাদেশে কমিউনিজম ব্যর্থ হবার কারণ, মোকাবিলা বইয়ের সরলপাঠ ও বাংলাদেশের মূর্খ মার্কসবাদীরা>রেজাউল করিম

• আরজ আলী মাতুব্বর এর 'অনুমান'>পারভেজ আলম


৮.গল্প:

• পতঙ্গ, ফুল ও মালীর গল্প>কথক পলাশ

• শূন্যতা আর এক শালিকের গল্প>কখনো মেঘ, কখনো বৃষ্টি

• আত্মোপলব্ধি>বাবুনি সুপ্তি


৯.কবিতা:

• পাতা থৈ থৈ কবিতা


১০.চোখের জানালা

• বাংলাদেশ ১৯৭৫,দুঃস্বপ্নের প্রতিচ্ছবি>নিঃসঙ্গ বাজপাখি


১১.অনুবাদ

• সন্ত্রাসের জলবায়ু : ভয়ের বদলে যাওয়া মুখোশ-ওলে সোয়িঙ্কা অনুবাদ: সায়ন্তন মুখোপাধ্যায়

• ভূ-খণ্ড এর কবিতা সিরিজ


সবাইকে পড়ার আমন্ত্রন রইল ।