সোমবার, ২১ জুন, ২০১০

বোকা ঈশ্বর

বোকা ঈশ্বর

যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল

যখন একুশ শতকের আকাশে ফুটছিলো ফসফরাস ফুল, সভ্য কুকুরটি তখন নিহত হয়েছিল

রোকনের মৃত্যু

রোকনের মৃত্যু

কালো কফি ও নগরীর ত্রিকোণে আগুন লাগা মুহূর্ত.....

কালো কফি ও নগরীর ত্রিকোণে আগুন লাগা মুহূর্ত.....

বাঙলাদেশের কথা বলতে বলতে ঝরে যাই

গণতান্ত্রিক সহনশীলতা

মর্ত্যলোক

পাখির নামে রাস্তাগুলো

ফিরে দেখা আত্মবয়ানের সরুপ

ফিরে দেখা আত্মবয়ানের সরুপ

শব্দভিক্ষুর শব্দকোষ

শব্দভিক্ষুর শব্দকোষ

তেলাপোকার তেরো নম্বর সংস্করণ এবং একটি কান্নাভোর

তেলাপোকার তেরো নম্বর সংস্করণ এবং একটি কান্নাভোর

শামসুর রাহমানের কবিতা নগর নয়, লোকবাংলার কাব্যভূগোল

শামসুর রাহমানের কবিতা নগর নয়, লোকবাংলার কাব্যভূগোল

প্রসঙ্গঃ সম্প্রচারের ভাষা

প্রসঙ্গঃ সম্প্রচারের ভাষা

ভোরে রচিত কথাগুচ্ছ

ভোরে রচিত কথাগুচ্ছ

একটি গরু রচনা অথবা অসংখ্য এম্বার কাহিনী

একটি গরু রচনা অথবা অসংখ্য এম্বার কাহিনী

রবীন্দ্রনাথ ঠাকুর ও মারজোরি কিনান রোলিং: চিন্তা-চেতনা ও অনুভবের এক অভিন্ন সমীকরণ

রবীন্দ্রনাথ ঠাকুর ও মারজোরি কিনান রোলিং: চিন্তা-চেতনা ও অনুভবের এক অভিন্ন সমীকরণ

অ্যালেন ল্যাঙলে কনেট : একাত্তরের এক সাহসী নারী এবং অপারেশন ওমেগা

অ্যালেন ল্যাঙলে কনেট : একাত্তরের এক সাহসী নারী এবং অপারেশন ওমেগা

স্মৃতি ১৯৭১ (ধারাবাহিক)

স্মৃতি ১৯৭১ (ধারাবাহিক) by জামিলা হাসান

যাদের রক্তে মুক্ত এদেশ (ধারাবাহিক)

যাদের রক্তে মুক্ত এদেশ (ধারাবাহিক) by অমি পিয়াল রহমান

একাত্তরের স্মৃতি(ধারাবাহিক)

একাত্তরের স্মৃতি(ধারাবাহিক) by শরীফ এ. কাফী

কাঁথা কাব্য

শনিবার, ১৯ জুন, ২০১০

রবিবার, ১৩ জুন, ২০১০

কর্পোরেট প্রয়োজনীয়তা(অকবিতা)

কর্পোরেট প্রয়োজনীয়তা

মাসের ৯ম দিবস
বসের সুন্দরী পিএস কল্যাণে মাসের বেতন হইলো
আহা ফুর্তি । সারা দুনিয়া মাইয়া গো রূপের গাঙ্গে ডুবছে
যথার্থ শ্রমের মর্যাদা নাইকা । বালের মাইয়ার গুষ্টি কিলায় ।

পকেট ভর্তি মধু, শান্তির ঢেউ খেলা আছড়ানো সময় বুকের মইধ্যে
মনে বহুত ক্ষোভ জমছে জীবের এই প্রজাতির লাইগা
দুনিয়াডা গিইল্লা খাইলো । ঝড়ডা থামাইতে হইবো ।
একটু ঈশ্বর রস হলে মন্দ হয় না
বাকী মাস তো বেগার কাটতে হইবো আর
খ্যাক খ্যাক কইরা ইয়েস বস....ইয়েস ম্যাডাম কইরা পা চাটতে হইবো ।
জুতার জীবন হইলো বাপ মায়ের বুকের ধন
সবাই পায়ে লাগাইয়া ঘুরবার চায় ।

ঈশ্বর দুনিয়াডারে বহুত রঙ্গিন করছে
এতো রঙ্গের পানি!! কি আনন্দম এই গঙ্গার পানি ।
দোলারে দোলারে ছলকে ছলকে দোলা ।
দুলতে দুলতে বাসাত গিয়া কাম কি?
শালার সেই আধা ময়লা বিছানায়
ভোটকা গন্ধে মশার যুদ্ধে শহীদ আজকে হইতাম না ।
আইজকা দোলনার জিহাদ হবে দুলতে দুলতে ।
একটু লাল পাড়ায় গেলে মন্দ হয়না ।
চক্করটা ভালই হইবো, জুতা হইয়া এখন এই প্রজাতিরে একটু জুতাইয়া আসি ।
মনে বহুত ছাই চাপা ক্ষোভ.....ওয়াক থু থু থু।


ও তোর..........আধা ঘন্টা ধইরা ঘুরতাছি ।
নিয়ন রাইতে লাল পাড়ায় তো কালা ধলা কোন কাননবালাই নাই!!!!!
পাড়া কি হজ্ব করলো নাকি!!! সব দোকান খোলা কাননবালারা গেলো কই ।
পাড়ায় কি এনজিও ঢুকে গেছে নাকি!!!
অমুক পাড়া ভেতর দিয়া হাঁটতে হাঁটতে তমুক পাড়ায় গেলাম
একটা পাখি তো নাই! নাই!....কাউয়াও নাই ।
ধুত্তোর দোল যাত্রা পাইকা মাটিতে পইরা গেলো ।
পথে ঘাটে আইজকাল দালালও দেখা যায় না
ওরা কি সব সরকারকারী অফিসে চাকুরী নিসে নাকি??
মনত বড়ই আফসুস ।

আফসুস রাগ হইয়া মাথায় উঠছে ।
কাননবালা পাইনা তয় কি হইসে বসের পিএস নম্বর তো আছে ।
শালীরে একটু ঝাটাই, অফিসে বহুত পেইন দিছে ।
টুট ট্যাট টুট.... হ্যালো কাননবালা; গুটা শহর ঘুইরা কোন লাল পাড়ায় লাল কালা বালাই তো পাইলাম না ।
পাড়া কি সব উচ্ছেদ হইয়া গেছো ।
ওপাশ থেকে কয়: তুমি আমার গুলশান ফ্ল্যাটে চলে আসো
এখন শহরে শহরে লাল ফ্ল্যাট আর কর্পোরেট সঙ্গীর যুগ
যুগ বদলাচ্ছে সব কিছুই সীমিত হয়ে হাতের মুঠোয়
তোমার ঠিকানা বলো, গাড়ি পাঠিয়ে দেই ।
এখন কর্পোরেট প্রয়োজনীয়তা..........বুঝছো !!

by
ফয়সল অভি
২৭-০৫-২০০৯