রবিবার, ১৩ জুন, ২০১০

কর্পোরেট প্রয়োজনীয়তা(অকবিতা)

কর্পোরেট প্রয়োজনীয়তা

মাসের ৯ম দিবস
বসের সুন্দরী পিএস কল্যাণে মাসের বেতন হইলো
আহা ফুর্তি । সারা দুনিয়া মাইয়া গো রূপের গাঙ্গে ডুবছে
যথার্থ শ্রমের মর্যাদা নাইকা । বালের মাইয়ার গুষ্টি কিলায় ।

পকেট ভর্তি মধু, শান্তির ঢেউ খেলা আছড়ানো সময় বুকের মইধ্যে
মনে বহুত ক্ষোভ জমছে জীবের এই প্রজাতির লাইগা
দুনিয়াডা গিইল্লা খাইলো । ঝড়ডা থামাইতে হইবো ।
একটু ঈশ্বর রস হলে মন্দ হয় না
বাকী মাস তো বেগার কাটতে হইবো আর
খ্যাক খ্যাক কইরা ইয়েস বস....ইয়েস ম্যাডাম কইরা পা চাটতে হইবো ।
জুতার জীবন হইলো বাপ মায়ের বুকের ধন
সবাই পায়ে লাগাইয়া ঘুরবার চায় ।

ঈশ্বর দুনিয়াডারে বহুত রঙ্গিন করছে
এতো রঙ্গের পানি!! কি আনন্দম এই গঙ্গার পানি ।
দোলারে দোলারে ছলকে ছলকে দোলা ।
দুলতে দুলতে বাসাত গিয়া কাম কি?
শালার সেই আধা ময়লা বিছানায়
ভোটকা গন্ধে মশার যুদ্ধে শহীদ আজকে হইতাম না ।
আইজকা দোলনার জিহাদ হবে দুলতে দুলতে ।
একটু লাল পাড়ায় গেলে মন্দ হয়না ।
চক্করটা ভালই হইবো, জুতা হইয়া এখন এই প্রজাতিরে একটু জুতাইয়া আসি ।
মনে বহুত ছাই চাপা ক্ষোভ.....ওয়াক থু থু থু।


ও তোর..........আধা ঘন্টা ধইরা ঘুরতাছি ।
নিয়ন রাইতে লাল পাড়ায় তো কালা ধলা কোন কাননবালাই নাই!!!!!
পাড়া কি হজ্ব করলো নাকি!!! সব দোকান খোলা কাননবালারা গেলো কই ।
পাড়ায় কি এনজিও ঢুকে গেছে নাকি!!!
অমুক পাড়া ভেতর দিয়া হাঁটতে হাঁটতে তমুক পাড়ায় গেলাম
একটা পাখি তো নাই! নাই!....কাউয়াও নাই ।
ধুত্তোর দোল যাত্রা পাইকা মাটিতে পইরা গেলো ।
পথে ঘাটে আইজকাল দালালও দেখা যায় না
ওরা কি সব সরকারকারী অফিসে চাকুরী নিসে নাকি??
মনত বড়ই আফসুস ।

আফসুস রাগ হইয়া মাথায় উঠছে ।
কাননবালা পাইনা তয় কি হইসে বসের পিএস নম্বর তো আছে ।
শালীরে একটু ঝাটাই, অফিসে বহুত পেইন দিছে ।
টুট ট্যাট টুট.... হ্যালো কাননবালা; গুটা শহর ঘুইরা কোন লাল পাড়ায় লাল কালা বালাই তো পাইলাম না ।
পাড়া কি সব উচ্ছেদ হইয়া গেছো ।
ওপাশ থেকে কয়: তুমি আমার গুলশান ফ্ল্যাটে চলে আসো
এখন শহরে শহরে লাল ফ্ল্যাট আর কর্পোরেট সঙ্গীর যুগ
যুগ বদলাচ্ছে সব কিছুই সীমিত হয়ে হাতের মুঠোয়
তোমার ঠিকানা বলো, গাড়ি পাঠিয়ে দেই ।
এখন কর্পোরেট প্রয়োজনীয়তা..........বুঝছো !!

by
ফয়সল অভি
২৭-০৫-২০০৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন