বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০১০

কাঁথা কাব্য

কাঁথা কাব্য

একটা কাঁথায় জড়িয়ে থাকে দুটো শাড়ি
সুই-সুতা আঙ্গুলের গীতে আমার মায়ের ঘুম পাড়ানি গান ।
প্রতিরাতে সেই কাঁথায় আমার গায়ে ঘুম ভাঙ্গে
ঘুম এর ট্রেনে প্রতিটি জানালায়
একজন নারীর সংগ্রাম কাব্য ফুটে উঠে
অবিরাম পর্বহীনতায় ।
প্রতিটি পর্ব আমি দেখিছি বিদগ্ধ শ্বাসে
হৃদয় বা’পাশকে ভুলিয়ে রেখেছিলাম
সামাজিক সাহসের লৌকিকতায় ।

তবে “মা”…..কথা রেখেছি – আমি কাঁদিনি ।।

by
ফয়সল অভি
16.01.10

কাঁথা কাব্য "দ্রোহ" এর প্রথম সংখ্যায় প্রকাশিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন