শুক্রবার, ৭ মে, ২০১০

"বড়শি"

"বড়শি"

বহু বর্ষার বড়শি গলায় পুকুর কেটে ছিল মাছ
কাঁকড়া লেজে জেলেদের জাল কেটেছিল-মাছেদের আদিম নৃত্য,
ভেলার পানি ফুটোয় কচুরিপানার টিপ আটকে ছিল
মোনাজাতে জমিয়ে রেখেছিলাম-সেই পাতার থোকা থোকা টিপগুলো ।
সেবার মা বলেছিল; মাটির বুকে ঈশ্বর চোখ-প্রকৃতিই মিলেমিশে আমরা বাংলাদেশী ।

বালি গিলে সে_পুকুর আজ বহুতল পাখিবাস
যার পকেট উঠানে শহুরে মানুষের মানুষ ডাক
কাঁটা গলায় সেই সুর চিনচিনে ব্যাথার নির্বাসন
এই পাথর জঙ্গলের থিম সঙ ।

এবার মা বললো, মাটির রক্ত শুষে কি মাটির সম্পর্ক হয় !!!


ফয়সল অভি
০৫.০৬.২০০৯

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন