শনিবার, ৬ মার্চ, ২০১০

রতিক্রিয়ার পরবর্তী উপলব্ধি

রতিক্রিয়ার পরবর্তী উপলব্ধি

ফয়সল অভি



দেয়ালে অল্প আলোর সবুজ বাতি
লণ্ডভণ্ড গোছানো সামগ্র্য ভূ-খণ্ড
ঘোলাটে চোখ জমাট বাঁধা রক্ত শরীর
পাহাড় চূড়ায় স্বর্গ ছুঁয়ে অঝোর বৃষ্টি
এখনি থামল;
নোনা স্রোত ক্লান্ত তপ্ত হয়ে এখন শীতল
উচু উচু নিশ্বাস
রতিক্রিয়ার সদ্য যাত্রায় সমাপ্তি
ঐশ্বরিক অনুভূতি তীব্র সীমায়
শেষ ক্ষণস্থায়ী,
অতঃপর ঈশ্বরের সৌন্দর্য যে নারীতে
উত্তাল ভ্রমণ ছিল খানিক আগে
মায়াহীন মাংস খণ্ড পড়ে থাকে
খুব কাছে দূরত্বের বাইরে,
জোয়ারে ভিজে লবণাক্ত নদীর মতো
সাময়িক পানের অযোগ্য
যেন শূণ্যে বসবাস
যা অনূভূতির মাঝামাঝিতে
কয়েক মুহূর্ত স্থির কিন্তু সত্য ।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন