শনিবার, ৬ মার্চ, ২০১০

স্রোতস্বতীর বৈরাতকাল

স্রোতস্বতীর বৈরাতকাল

ফয়সল অভি


গলে গলে গলছে পর্বত গড়িয়ে স্রোতস্বতীরা
আপ্লুত জন্মে কাঁচা জমিন খলখলে তাদের আবেগ
কচি প্রসবে কান্নায় ফলন, সংস্রব, জীবিকা;
সংবাদে কোথাও কোথাও স্বপরিবারে পাখির ঝাঁক
সাহস বাস একদম পাঁচিল কেটে ঘেঁষা
আবার কেউ কেউ চাদরে পাড়ি মফস্বল
মুড়ির-টিন যোগযোগ ড্রইং রুমে পানি সম্পদ;
ধীরে ধীরে জানাজানি ঘুমন্ত যৌবন
পদ্ম, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা
নীরদের গানে, ঋতুর প্রসব বেলায় বৈরাত পালকি
ওরা যায় ছলকে ছলকে, ঢেউ এ ঢেউ এ হুনহুনাহুনহুন ।
আগুন পথ হাঁটে পথের যত রূপ; পোড়াটাও পুড়ে পোড়ায় সবুজ, ছাঁদের জোৎস্না
শবের বিছানা, ঈশ্বরখানা, বৈদেশিক থুতু চাটা অবশিষ্ট নমুনা
পোড়ে পাড়াময় দাউ দাউ করে গিলে
সং ভেঙ্গে সার, আঁচলও আঁচল জড়ায় তলায় তাঁত স্বর
জলে জলজ লাটিমের শৈশব,কানামাছির জট্লা
ইসকুলও পালায় জোনাকির, দৃশ্য বন্দী জাহাজী বনায়ন
লাল ভিটে জানালা, জলুস বৃদ্ধের শেষ অন্নও যায়
প্রান্তে মহাসড়ক, দেশের ভেতরই শিবির উদ্বাস্তু
চোখ চোখে তাকিয়ে, দেশবাসীর চলমান ছবিয়াল উৎসব
লড়াইয়ে দুর্যোগজীবির কচ্ছপ কামড়, থামার থামা নেই ;
তাড়নায় কামনা আহা! যৌবন বয় কড়কড়ে স্রোতস্বতী ছলাৎ ছলাৎ হুঙ্কার..........
কাল বৈরাতে ফতোয়ার মুরব্বিরা, প্রকল্প ছোবল যাত্রা কাঁধে
একদম গলায় গলা বেধে, বালি পর্দা শত শত হাত
যদিও বেহায়া, জলজবতীর বৈরাত ঘোমটা
আবারও চক্র, চক্কর দায় ঘুরে ঘুরে প্রসববতীর বৈরাত
গলছে গলাছে, খসছে খসছে, খণ্ড খণ্ডে
তাড়নায় কামনা আহা! যৌবন বয় কড়কড়ে স্রোতস্বতী ছলাৎ ছলাৎ হুঙ্কার..........

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন