শনিবার, ৬ মার্চ, ২০১০

পারিবারিক বাস্তুসংস্থান

পারিবারিক বাস্তুসংস্থান

ফয়সল অভি


মাটি কামড়ে এই যে সহস্র বছর – কত ক্ষুধা চাষ পায়নি – ষড়ঋতুর ভাঙ্গন জ্যামিতিক নিয়ম
পায়নি আকাশ মুখি স্বাভাবিক গড়ন – জমিনও বেহাল তাই সম্পর্ক বীজধান হয়নি
সুখের কাদায় আঙ্গুলের মায়া হয়নি – রোপিত গহীন সবুজ আজও সেই......অবুঝ
আইল জুড়ে সারি সারি সিন্দুক স্বপ্ন – হালও যে নাগাল পায়নি সম্পূর্ণ অনিচ্ছায়
বছরে বছরে ভিন্ন শস্য আগমন – আজান আর আজান! – যেন ওয়াক্তেই তোমার জনমত

চাষীর জন্য না ফসল শীষ লাইনে তুমি আহত মেজর – অপ্রকাশিত আজও সামরিক শ্বেত পত্র
যদিও ট্রুপে ছিল না সমকালীন প্রশিক্ষণ – তাই যুদ্ধাহত তুমি নিয়োজিত সেবায়–পারিবারিক রণাঙ্গন
ত্যাগী সূর্যে হলো না–কম ছায়া পারাপার! – এখন ত্যাগের কি তৃষ্ণায়......ত্যাগ প্রয়োজন

অবসর শিরায় শিরায় রক্ত বাঁধ – আজ তুমি দ্বীপ
যথাযোগ্য শহর ছেড়ে আর কত – মাটি কামড়ে এই মাটি হয়ে থাকা?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন