শনিবার, ৬ মার্চ, ২০১০

দুঃস্বপ্ন জ্বর কিংবা কোন কবিতা নয়

দুঃস্বপ্ন জ্বর কিংবা কোন কবিতা নয়

ফয়সল অভি


চিহ্নিত হায়েনার সংক্রামিত দুঃস্বপ্নে পুড়ছে -সবুজ শুয়ে থাকা আমাদের প্রজন্ম
পূবপুরুষে কিছু স্বার্থ ভুল আর কাঁধে কাঁধ নির্লজ্জ বসবাস - ভয় হয়ে দাঁড়িয়ে দশক ভেঙ্গে দশক
সেই বিষ চারা আশ্রয় সিঁড়ি প্রশ্রয় - শেখর ছড়িয়েছে ভয়াবহ ক্যান্সার যা সাদা পর্দার দখল
দৃশ্যতঃ কোথাও সত্য নেই - ধর্ম পা লাগিয়ে পাড়ি চর-অনিকেত-অগ্নিপথ-আমাদের কাঙ্ক্ষিত পাঁজর ।
ক্রমাগত বাড়ছে জ্বর আগুন বয়ে বয়ে আগুন শরীর - বসত গেড়েছে একরোখা বিবেকের পরাজয়
রক্ত স্রোতে মিছিল, দাবি আমাদের কাঙ্ক্ষিত বিচার - তবুও জন্ম সূত্রে দুঃস্বপ্ন সারা শরীর গিলছে এই দাবানল
মানচিত্রের লাল কুপিয়ে কুপিয়ে কাদায় আসন – কোথায় উৎস এই সাহস?-তবে কি পরিচিত অচেনা শত্রুয় প্রত্যাশাবাস?
আমি দলছুট অসভ্য পিঁপড়ে বলি : -
ওরা ধর্মবাদী-পেশায় ধর্ম বেঁচে খায়-ধর্ম বেশ্যা - এর নাম সাদা-পল্লী
যার পথে পথে রাজাদের পৃথক ছাপ স্বাভাবিক চলাচল - আমি আঙ্গুল রেখে জানিয়ে দেয় আড়ালের পরিচয়
আজো জননী রাত জেগে ভোর জাতীয় সংগীতে আরেকবার নিঃশ্বাস - যদিও স্থির-নির্থর-মানবিক অপ্রকাশিত কণ্ঠস্বর প্রজন্ম
এখনি চোখ মেলে প্রকাশিত সত্য কণ্ঠে জ্বর-ঘুম – ঘাম দিয়ে মুছে যাবে প্রজন্ম দুঃস্বপ্নের দৈব জ্বর ।


বি:দ্র: সকল রাজাকার ও যুদ্ধাপরাধীদের জানাজা ও কবর নিষিদ্ধ হোক কারণ ফতোয়ায় এক সময় এদেশে বেশ্যাদের কবর ও জানাজা নিষিদ্ধ ছিল-বেজন্মাগুলো বেশ্যার চেয়ে কম নয় ওরা ধর্ম বেশ্যা । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন