শনিবার, ৬ মার্চ, ২০১০

একটা মুখোশ খুঁজছি

একটা মুখোশ খুঁজছি
ফয়সল অভি


উড়াল দিয়েছে শীত নিদ্রায় এক কুয়ারবেঙ - জমিন ফাটলে কেটেছিল যার সতেরটি গ্রীষ্ম
ফাল্গুনী ভেজা মন সেই অতীত পৃষ্টায় - যেখানে স্বরলিপি কোলে শরৎ বাস করেছিল
খোলা বুকে ধান শীষ মাথা উঁচু দাঁড়ায় - দূরে ঢেউ কামড়ে ঢেউ সেই পুকুর ছিল দুরন্ত
জনপদ যেসুরে কুয়াশা গেয়েছিল - সবুজ ছন্দ ডুব দিয়ে বৈরাগ্য ডুবায়
পারাপারে কর্ম শরীর দৌড়ায় জনপদ - সবি হারাচ্ছে ক্রমশঃ হারিয়ে পেছনও পালায়
মেঘেরা ঝরবে বলে শহর ও প্রহর মুখোমুখি - নেমে দাঁড়িয়ে একা একদম একা

আজ সম্মুখ স্বপ্ন অদেখা প্রান্তর - অগোছালো দৃষ্টিই নির্বাক এখন আমি দর্শক
মাথাঢাকা সংলাপে ব্যস্ত সবার অভিনয় - জলপাই প্রাচীরে কোমায় কর্পোরেট মনুষ্যত্ব
কনভেশন মানেনি স্বার্থের এই আকাশ বাঁধ - একমুখী হয়ে সব প্রয়োজন হয়ত এটাই নিয়ম
নারী ও মদে রঙ্গজীবিও সিন্দাবাদী ভূত - নীতির বাদুড় ঝোলায় নগরও সামাজিক জঙ্গল সামগ্র্য
রক্তের চেনা সিগন্যাল ক্ষুধায় বাঁচাটাই সংগ্রাম - এখানে আঁচল ও পকেট বয় লাল পতাকা
গভীর থেকে আরো গহীনে শিকড় তীব্রতা - আজকাল মহাকাল ছাড়িয়ে সবাই আড়াল জাগা
বাঁচার আশ্রয়ে সভ্যদের পরিচিত পড়ে থাকা - মুখোশ জনমে সবাই বাধানো নাগরিক
ভেতরটা গুহা বাইরে প্রকাশিত চামড়া - ঘড়ি কাঁটায় আবেগ কাটে তোমাদের নিয়নাহত সত্তা
পথ নেই তবুও চলা পথের হবে সৃষ্টি - সমকাল ছাপে আমিও একটা মুখোশ খুঁজছি ।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন