শনিবার, ৬ মার্চ, ২০১০

এগারোটা চল্লিশ

এগারোটা চল্লিশ

ফয়সল অভি


বাধানো নীল মলাটে আরও কিছু সাদা জমিন

এখনও রক্তছোপে কালো মেঘ সাজানো হয়নি

রাজাদের শিকল ধুয়ে, মাটির তৃষ্ণায় জল খুঁড়ে

মানচিত্রের ধূলো উড়াই, সবুজ পবিত্রস্নানে লাল

ছিল যত অঙ্গীকার অতল থেকে অতল হয়ে

আমি রাজপথে চিহ্ন এঁকেছি বিপরীত হয়ে কাছে

ফাঁসির দড়ি হাতে, ঋণের প্রতিবিম্বে অবিরাম পিছু

স্বাধীনতার জারজ ও ধর্ম ক্রীতদাস

বিশ্ববিদ্যালয় হয়ে সরু গলিতে, ফতোয়ায় নিষিদ্ধ সহস্র মতবাদ

আজন্ম কথামালা, দেয়াল আড়ালে থেকে আবার মানুষ পথে

এত দিন ছিল মিছিল মিছিলে, শ্লোগান আর কণ্ঠে, ছুটেছি প্রান্তর ভেঙ্গে অনিকেত

প্রতিবাদ, আয়না ঘরে দৃশ্য, দেয়াল লিখা, কাব্য ভীড়ে আরেকবার বিদ্রোহ

সমকাল হতে সঙ্কর যুগ যেন পরতে পরতে, মানবতার পতাকা আশঙ্কার গায়ে


সময় পায়নি, ভালবাসা রাস্তায় নগ্ন পায়ে নিঃশ্বাস

কাঙ্ক্ষিত আলিঙ্গন, সূর্য ছেয়ে স্নিগ্ধ নৃত্যে জানায়নি জমানো অনুভূতি

প্রাণের তাজা স্রোতে ক্লান্তির আজ চোখ, আশাবাদী শঙ্খচিল এখন আশ্রয় খুঁজে খোঁজ

এগারোটা চল্লিশ ছুঁয়ে, তোমার অপেক্ষার দরজায় বেসুরো আমার হারমোনিকা

আজও কি দূরত্ব শেষে ভালবাসায়, হবে পরীক্ষা পুনরায় ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন