শনিবার, ৬ মার্চ, ২০১০

ঋতুর প্রণয়ে পর্বত স্মৃতি

ঋতুর প্রণয়ে পর্বত স্মৃতি

ফয়সল অভি



রঙ সঙ্গমে তুলির তরঙ্গ এস এম সুলতানের অতীত ফ্রেম
সেখানে নকশির থাকে থাকে বুনা দোআঁশ আকাশে বাবুই বাসা
তার নীচে গাছটা একহাতে দাঁড়ায় এক কিশোর ছায়া
খোলা খয়েরী দূর তাকায় জানালা/টুপ করে ঢুকে সাঁকো পালিয়েই জামদানী
গুটি গুটি মার্বেল আঁকা বসন্ত কাঁধে কৈশোর কবিরাজী স্বাদ
সবুজ ছাতার ভাগাভাগী বর্ষায় দেয়াল বৃক্ষে শৈল্পিক যত আলাপ
কাদায় কাদায় আঁকা আমাদের প্রজাপতি ছিল কাঁঠালচাপার ঘুড়িও দর্শক
মাছরাঙ্গা সাঁতরায় টইটই পুকুর বসে খেয়ালী বৈশাখ ঝুম ঝুম আখড়া
ধান কোমরে ফড়িং এর লেজ সেই সুতা বাঁধা স্বপ্নের আসমানী বেশ
বর্গার বানে দিনের সাক্ষী লুঠ চাষও দৌড়ায় হৈ হৈ নালিশের কান
প্রহর ফোটায় ঝোপ ঝোপ জোনাকির আমাদের মুঠোয় মুঠোয় সার্কাস
সূর্যাস্ত চোখে মা বিপরীত পাতায় দুরন্ত ছিল স্লোগানে উর্বর কণ্ঠ জমিন
সিঁড়ির পাঠ বিলিকাটা স্বপ্নলোকে ভাটা বয় চোখ থৈ থৈ জ্যোৎস্না
শিউলি বিসর্জন ভোর উঠন বুক/সুর সুরে ইট ভাঙ্গা আজানের বড় দায়
আলিঙ্গন বাসা বাঁধে অতল আলিঙ্গন আজ ঋতুর প্রণয়ে জমে জমে পর্বত স্মৃতি
বাড়নের মড়ক এখন প্লাস্টিক সময় তবুও জানালায় দলছুট পিঁপড়ের চিরচেনা শৈশব

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন