শনিবার, ৬ মার্চ, ২০১০

দ্বিতীয় পুরুষ

দ্বিতীয় পুরুষ

ফয়সল অভি



রূপালী সূর্য জোনাকি হয়ে আমার জানালায়,

শুভ্র চাদরটা বড় বেশী এলোমেলো

দলিলবদ্ধ নারী আদিম উপলব্ধি মাত্র


অপ্রাপ্ত বীর্য - সত্যের গুমট হাওয়ায় অস্বস্তি

আমি দ্বিতীয় পুরুষ- দলিলবদ্ধ নারীর কাছে

যার নীল মেঘে প্রথম পুরুষ জল হয়ে ভিজে

অতীতের প্রথম প্রেমিক !


চারদেয়াল হঠাৎ মনে হয় কারাগার

আমার ঐশ্বরিক অনুভূতি আজ একমুখী;

দলিলবদ্ধ নারী কিংবা স্ত্রী আজও আলোড়িত ভিন্ন মুখোশে

সেই প্রথম পুরুষে !

আমি দ্বিতীয় পুরুষ-জোনাকির আড়ালে প্রতিরাতে ত্রুমাগত

উপভোগ কিংবা ধর্ষণ দলিলবদ্ধ নারীকে যে আমার স্ত্রী

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন