শনিবার, ৬ মার্চ, ২০১০

ঘুম

ঘুম

ফয়সল অভি


গহীন মনের শালিক বন্দী বাসায় ঠোক্কর দিয়েছে গতকাল
ঠোক্করে ঝরছে নোনাধরা ঢেউ আমার কড়াহীন দরজায়
দরজার সেই কড়া তোমার জঠরে ভালবেসে কত আগেই: -
তোমার হাতের বালা হয়েই ছিল
সময় ঘাড়ে সময় চেপে কিছু ঘ্রাণ>কিছু ছোঁয়া>সামগ্র্য রঙ্গিন ।
তুমিই তো আগলে সর্বপ্রহর তবুও কেন আজ অজানার ভান ?
সেই অজানায় বয় নোনা ঢেউ এ বিরহ চাষ দিচ্ছে মনের ফসলী জমিন
এখন পথ ভিজে পথের বর্ষা>মেঘ জ্বরে মেঘেরও আজ ভীষণ অসুখ
আমার হৃদয় কাঠের আসমান>হারায়ে কর্ম বৈরাগ্য অচেনা শূন্যতা
আমি দলছুট অসভ্য পিঁপড়ে বলি: -
পালিয়ে বাঁচি তাই দুঃখ ঘুণ-আশ্রয় তবে এখন
ঘুমে ঘোর-অঘোরে ঘুম-চোখ ঘুম-কথা ঘুম
শ্বাস ঘুম দীর্ঘ-কালো সমুদ্রে সাদা ঘুম
ঘুম ঘুম আরো ঘুম 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন