শনিবার, ৬ মার্চ, ২০১০

বরষ পক্ষীর পরিণয়লিপি

বরষ পক্ষীর পরিণয়লিপি

ফয়সল অভি


মেঘবতী আকাশ থৈ থৈ রূপে আজ অহঙ্কারী
জ্বালিয়ে নিঃসত্ত্ব ভেজা মাটির অবসন্ন ভোর, দুপুর ও বার্ধক্য বিকেল;
এ ঋতুয় পাড়ার লোকেরা তৃষ্ণার্ত দ্যামাগের বড়ই বিক্ষেপ
যেন অপ্রকাশিত চাপা রোষ শিল্পপাড়ার উষ্ণত্ব অগ্রহায়ণে,
উঠন বাঁধ আষাঢ়-জায়নামাজে বুড়ো কাকেরা
আক্ষেপ সুরে দেয় সহস্র অভিশাপ
তবুও প্রখর নৃত্য পাড়াময় অস্তিত্বের কামগন্ধের চলন
ফলাফল; পিচের লোলুপ মরীচিকায় অসহ্য ইচ্ছের চাপানো ফতোয়া
প্রতিরোধে বিপ্লবী স্লোগান নিয়ে অন্দরমহলে আমার সভা
সিন্ধান্ত; বরষ পক্ষীর পরিণয়লিপি একগুঁয়ে কর্তৃপক্ষ বরাবর : -

"ঈশ্বর আজ একটু আগেই বিছানায় যেও
তাণ্ডবলীলার খণ্ডে খণ্ডে উদ্দাম বর্ষণ এর উৎস হয়ও,
বাদামী চামড়ার বাড়ন্ত তৃপ্তির বলি এখনি চড়ালাম
ঈশ্বর আজ একটু আগেই বিছানায় যেও" ।
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন