শনিবার, ৬ মার্চ, ২০১০

এখানে কাশি দেওয়া নিষেধ

"এখানে কাশি দেওয়া নিষেধ"

ফয়সল অভি


আজকাল কাশি দিলেই লোকজন ক্যামনে যেন তাকায়!!
আরে; আমি কি জনগণের চাকর নাকি রাণীদের পতি
কাশি রোগ তো নাই-বাপও তো কামলা দেওয়া পাবলিক
গুলশানের হাওয়ায় পেটের অসুখও নাই-বুকের ভেতর গোত্তা মারা কামনাও নাই-হাড্ডিও পাকে নাই
আমার যাত্রা পথ রিকশা থেকে দৌড়ে বাসে-বছরে এক ঈদে শপিং
প্রেমের জন্য দুটো টিউশনি সাথে দরদী ব্যাংক আম্মাজান
যিনি রেডিওর নিয়মিত আরজে সকাল বিকাল হার্ড রক শোনায়;
পরিবার আমায় নিয়ে ভাবে

এভ্রোসিয়ায় যাইতে পারি না-মাগার অবশ্যই দাওয়াতে কবুল রেডিসনের ঘ্রাণ নিয়াই
আমার ভাই ব্রাদারের বিশাল বাহিনী-ফাতেয়া তো নিয়মিতই চলছে
সেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের ঝুপড়ি পর্যন্ত;
পানি খেয়েই এই মাথায় চুল গজায়-ভাতের বদলে রুটি দৌড়ায় না-গো ধইরা বইসা থাকে
মোবাইলে sms দেই আর BMW হর্ণ দিলেই গুটি উদ্ধারে দমকল হইয়া যাই
গ্রামের উত্তরাধিকার স্রোতে আমার ও আমাদের শেষ ঠিকানা-পারিবারিক কবর স্থান
মামু কই যামু! মরলে তো চারটা কাঁধ লাগবো-ট্যাকা দিয়াই কি শুধু কাফন-দাফন-জানাজা?
মায়ে বাপে আটারোগুটি যদি নাই কান্দে-তইলে আর মইরা কাম কি??? ভাই ব্রাদার মেজবান খাইবো কতো আশা
আমরা পাশাপাশি থাকি-কাছাকাছি সময়েই আমাদের অন্তরবাস- একই ফ্ল্যাটে দুটো কোরিয়া নয়
তয় শালার কোরিয়ার পারমাণবিক বোমাও নাকি আছে-আমরা হালায় চুরির লাইগা খাম্বা লাগাই

তবে কি বিশাল!! এক সুখের অসুখ আছে আমার ও আমাদের
মা আগলে রাখেন আর বাবা হুদাহুদিই শাসনে আড়াল করে ভালবাসেন
কবিতার কথায় মা খামাকা হাসে, বলে:- ঘরের গরু গণ হাল হইয়া গেছে- ভাত বন্ধের হুমকি!
প্রতিরাতে বিশাল ভাষণে ভাত খাই- মানবিক এক সম্পর্কে-জীবন এখানেই জীবন হয়ে ওঠে
কর্পোরেট জানালায় এটা ক্ষে...ত ও আনস্যোশাল ডকুমেন্টারী-আস্তো ভেত্তো বাঙ্গাল
এ পাড়ায় পরিবার মানে মানুষ ও মানবিক বিন্যাস-ঈশ্বরের পাড়ায় এটার সংজ্ঞায় শরীর ও বিনিময়ের অর্থ সম্পর্ক
সকল পূর্ণতা-বিকট এক অপূর্ণতায়-মানুষ হতে হতে এভাবে শরীর হয়েই বেঁচে থাকে-শ্রেণীগত প্রাণী

পত্রিকার স্বাস্থ্য পাতায়: -
চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক বলেছেন:- কাশি নৈতিকতা বিরোধী-তার ফলাফল রোগীর জীবন ধারনেই দৃশ্যমান রোগীর প্রশ্ন:- সুখের সকল উপাদানে-একটা সুখের বড়ি-কত দামে কেনা যায় ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন