শনিবার, ৬ মার্চ, ২০১০

প্রতিদান

প্রতিদান

ফয়সল অভি


না; একদম ভাল লাগছে না
আর কাক ভেজা হয়ে তীর্থের বৃষ্টি
মন আর মানছে না,
ক্ষয়ে যাওয়া পিচের পথ এখনও অপেক্ষায়
বিষন্ন হাওয়া মাঝে মাঝে দূর থেকে দূরে
ছুঁয়ে যায় ক্লান্ত দৃষ্টি নোনা শরীর ও দীর্ঘশ্বাস;
যেখানে শঙ্কায় বজ্রপাত, আগে আলো তারপর পরিণতি
ঐ যেন পরিচিত শলিকটা অবিরাম গাইছে
তবুও সাদা কাশফুল আজ বড়ই চুপচাপ,
কোথাও যেন নদীর স্রোত নেই
সেই যে গেলে নীলের খোঁজে চেনা সীমানায়;
কত শত ছবি আঁকি, শুধুই রেখা বালির ভাঁজে
এখনও আমি দাঁড়িয়ে পুরনো মেঠো রাস্তায়

কাদা মাটি শেষ হয়ে রুক্ষ পাথর
তবুও তোমার পায়ে ফেরার চিহ্ন নেই
স্বাগত সুরে গর্ভবতী আকাশ প্রসব করেছে আগেই,
আজও জানলাটা খুললে না চিঠির খোঁজে
আর কত বয়ে যাওয়া নিয়মের মাঝে
আর কত যৌবন খোলস বদলালে যমুনায় ঢেউ হবে

এই প্রশ্নের জবাব আমি নিবোই
হয়ত নারী, রক্তাক্ত ধ্যানে;
এই তৃষ্ণার্ত সময়ের প্রতিদান আমি দিবোই
হোক অসীম আয়না যতই জমিনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন