শনিবার, ৬ মার্চ, ২০১০

পৃথিবীর ঈশ্বর

ফয়সল অভি


ধূসর দেয়ালে সাদা ঘরের ঠিক পশ্চিমে
সাদা পেটের কালো মাকড়সা
চোখাচোখি অষ্টাদশী গর্ভবতীর অনেক স্বপ্নে,
দুইটি প্রজাতির অবিরাম কষ্টের সুখ
নতুন আগমনের ভোর স্নিগ্ধতায় ।

জন্ম সহস্র মাকড়সা ধীরে ধীরে
খাবার হয়ে মৃত্যু যে জন্মদাত্রী,
অসীম প্রসবে স্বর্গ দরজা হয়ে যে শিশু কাঁদে
মা হয়ে সে নারী নক্ষত্র পৃথিবী আকাশে ।

মাতৃত্বের বন্ধনে মহাবিশ্বের ঈশ্বরও অসহায়
মৃত্যুকে মুচকি হাসিতে অনির্বাণ - পৃথিবীর ঈশ্বর মা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন