শনিবার, ৬ মার্চ, ২০১০

প্রতিবাদ ডুবায়

প্রতিবাদ ডুবায়

ফয়সল অভি


খোলসটা ছাড়ে নতুন খোলস - অপগত শ্বেতপাত্রে সহস্র কোলাকুলি
জনকথার কথাটা মৃত যেন দলগত কর্পোরেট অনুদান
কামড়ে মানচিত্র পাঁজর :- আগামী পাঁচ বছর দেশ আমার” ।
ডগডগে ঋতুয় দূরও দূরে সব মৌলিকই দেয়াল
নাগরিক আবহাওয়ায় বিরোধীর রুটিন অভিসম্পাত
পথের রাজে পুঁথি পাঠ আসর - সভ্যরা দর্শক ।

ঐ যে কাকের তীর্থ রুগ্ন কৃষকের ভাঁজ কাঁটা শরীর - স্ব-শ্রম সমকাল কারাদণ্ড
জল গায়-ডুব দেয়-বালি মাখে খলখলে পোড়া বুক
অঞ্চল আকাশে ধৈর্য চাক্ষুষ ক্ষোভ - চুপচাপ দরজায় শেষটা খোঁজ হারায় ।

সিংহাসনে দেব সাপ - কুশলে উন্নয়ন দুধ জমায়
গোটা গোটা হরফে দৃশ্যতঃ গোছানো সরকার উঠন
যেখানে দুধেল ধারাভাষ্যে দুধসর সুশীল দ্বীপ
মুখরিত তালি লাল নীল রকমারি রঙ্গজীবি
প্রাপ্ত রঙ্গিন পদক - শরীর ও মদ রেসিপির রাত
অন্দর ঘরে রাষ্ট্রীয় বাক্স - পাঁচওয়াক্ত ঐতিহাসিক তিলাওয়াত ।

শুধু আমরাই দেশীয় ঈশ্বর - ময়ূর পাখায় জাতীয় গাইড
তবুও থালাধরা জং প্রহর শেষে - সাফল্যটা গ্যালাসে গ্যালাসে সংবিধান পানি খায়
সেখানে সহটা বাঁচে বাসে - আজও অসভ্যরা বউ গায়ে প্রতিবাদ ডুবায় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন